Visva Bharati University
Featured রাষ্ট্র সূচনা

উত্তরাখণ্ডের রামগড়েই বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস, জুলাই থেকে শুরু পঠনপাঠন

বিশ্বভারতীর (Visva-Bharati University) দ্বিতীয় ক্যাম্পাস শুরু হচ্ছে উত্তরাখণ্ডের রামগড়ে। নতুন ক্যাম্পাসের জন্য ৪৫ একর জমি দেবে উত্তরাখণ্ড সরকার। কেন্দ্র সরকারের কাছে চাওয়া হয়েছে দেড়শো কোটি টাকা। কিছুদিনের মধ্যেই এই অনুদান চলে আসবে বলে জানা গেছে। সবঠিক থাকলে চলতি বছরের জুলাই থেকে বিশ্বভারতীর নতুন ক্যাম্পাসে শুরু হবে পঠনপাঠন। ২০১৯ সাল থেকে রামগড়ে এই ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। পাহাড়ের কোলে এই জায়গার সাথে বাঙালির পরিচয় দীর্ঘদিনের। ঠাকুর পরিবারের স্মৃতি বিজড়িত এই স্থান ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন কে কেন্দ্র করেই পঠনপাঠন শুরু হতে চলেছে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাসে।

খবরের সাথে থাকতে এখনই আমাদের ফেসবুক পেজ Nabadin.com  লাইক করে সাথে থাকুন। সাথে ট্যুইটারে Nabadin24News আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর এখন থেকে সব খবরের বিস্তারিত তথ্য থাকবে ইউটিউব ভিডিওতে। তাই আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News  সাবস্ক্রাইব করে সবসময় থাকুন খবরের সঙ্গে৷ আর আমরা আছি আপনার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *