Best Chief Minister
Featured রাষ্ট্র সূচনা

উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে দেশের সর্ববৃহৎ ফ্লিম সিটি, আজ বলি পাড়ার সাথে আলোচনা আদিত্যনাথের

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, ‘উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে তৈরি হবে দেশের সর্ববৃহৎ ও সবথেকে সুন্দর ফ্লিম সিটি। তার আগে বলিউডের কয়েকজন নামী প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের সাথে আলোচনা করতে চান মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নিবাস্থলেই এই আলোচনা হওয়ার কথা। জানাগেছে, উত্তরপ্রদেশ মন্ত্রীসভার বৈঠকে ফ্লিম সিটি করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। যোগী আদিত্যনাথ এই সংস্লিষ্ট দপ্তরে কর্মরত কর্তাদের নির্দেশ দিয়েছেন, যতো শীঘ্রই সম্ভব নয়ডা, গ্রেটার নয়ডা বা যমুনা এক্সপ্রেসওয়ে তে ফ্লিম সিটির জন্য জমির সন্ধান করে তার অ্যাকশন প্ল্যান তৈরি করতে। ইতিমধ্যেই নয়ডা কতৃপক্ষ পাঁচশো একর জমির প্রস্তাব পেশ করেছে। অন্যদিকে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তাদের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। আর এখান থেকেই মাত্র ছয় কিলোমিটার দূরে রয়েছে নয়ডায় নির্মীয়মান আন্তর্জাতিক বিমানবন্দর। সাথে রয়েছে রেল পথের সুবিধা ও দেশের একমাত্র ফর্মুলা ওয়ান ট্র্রাক গৌতম বুদ্ধ আন্তর্জাতিক সার্কিট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই স্থানেই এক হাজার একর জমি নিয়ে নতুন ফ্লিম সিটি নির্মাণ করা হবে।

খবরের সাথে থাকতে এখনই আমাদের ফেসবুক পেজ Nabadin.com লাইক করে সাথে থাকুন। সাথে ট্যুইটারে Nabadin24News আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর এখন থেকে সব খবরের বিস্তারিত তথ্য থাকবে ইউটিউব ভিডিওতে। তাই আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News  সাবস্ক্রাইব করে সবসময় থাকুন খবরের সঙ্গে৷ আর আমরা আছি আপনার জন্য।

সাম্প্রতিক শিরোনাম:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *