গোপীবল্লভপুরে আয়োজিত হলো হিন্দু গনভোজন কর্মসূচী। কাশিডাঙ্গায় গাজন মেলা কমিটির দ্বারা আয়োজিত হয় এই কর্মসূচী। এদিন, গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত রোহিণী ব্লকের বরদা কাশিডাঙ্গায় এই কর্মসূচী উপস্থিত হয়েছিলেন বিজেপি রাজ্য শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী। অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মতো। প্রায় তিন হাজার মানুষ এদিন অন্নভোগ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানা গেছে।