West Bengal Weather report
featured post পাঠকের কলমে

চাতকের মতো আকাশপানে তাকিয়ে বঙ্গবাসী

Focal Point:

  • West Bengal Weather report On 13th April ,monday
  • Today’s weather report in west Bengal

বাংলা থেকে ফণী যেতে না যেতেই দেখা মিলছে না বৃষ্টির। বৈশাখের গনগনে আঁচে জল ঢালতে কবে বৃষ্টি পা রাখবে বঙ্গে, তা নিয়ে এখনও কোন পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া দপ্তর। ফণী-র পর্ব শেষ হতেই মাঠে নেমে পরেছে গা জ্বালানী গরম। যত দিন এগোচ্ছে তত বৈশাখের তাপে পুড়ছে কলকাতা সহ দক্ষিনবঙ্গ। দিনের শুরু থেকে গরমে কাহিল হয়ে পরছে বঙ্গবাসী। বেলা বাড়লে দহনজ্বালা যেন সহ্যের সীমা ছাড়াচ্ছে। সঙ্গে বাড়ছে আদ্রতা জনিত অস্বস্থি। ইতিমধ্যেই ৯জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জাড়ি করেছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদীয়ায় আগামী তিনদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ডিগ্রি বেশী থাকবে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও মালদা জেলায় তাপমাত্রার সতর্কতা জাড়ি করেছে হাওয়া অফিস।আজ সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ডিগ্রি সেলসিয়াস।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Weather Report

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত