West Bengal Police
featured post বঙ্গ সূচনা

তবে এক মাসের বদলে ৫২ দিনের অতিরিক্ত বেতন পাবেন পুলিশ কর্মীরা? জল্পনা তুঙ্গে

Focal Point:

  • West Bengal Police Will Get Extra 52 Days Pay as Their Salary

অতীতে বহুবার আশার আলো দেখা গেলেও লাগু হয়নি ষষ্ঠ পে কমিশন। মেলেনি অবশিষ্ট ডিএ। রাজনৈতিক মহলের মতে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এর প্রভাব লক্ষ্যনীয়। আর এখনি যদি রাজ্য সরকার এর প্রতিকারের কোন ব্যবস্থা না করে তবে আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতা টিকিয়ে রাখা যে মুশকিল হবে তা বলাই বাহুল্য। আর এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই জানিয়েছেন,

“নতুন বেতন পরিকাঠামো চালু করতে সরকারের কোন সমস্যা নেই”, “অনুরোধ করেছি পে কমিশন যেন যত তারাতারি সম্ভব রিপোর্ট পেশ করে”। “আমার কাছে ছয় মাস সময় চেয়েছিল পে কমিশন, কিন্তু আমি বলেছি তিন মাসের মধ্যে যতটা সম্ভব তারাতারি করুন”। “রিপোর্ট পেলে আমাদের পক্ষে যতটা সম্ভব নিশ্চই করবো”।

আর এর পরবর্তীতে রাজ্যের সরকারি কর্মচারী মহলে শুরু হয়েছে বিস্তর আলোচনা। জল্পনা শুরু হয়েছে রাজ্যের পুলিশ (West Bengal Police) কর্মীদের মধ্যেও। তবে কি এক মাসের বদলে ৫২দিনের অতিরিক্ত বেতন পাবেন পুলিশ কর্মীরা? কারন ছুটি কম হওয়ার দরুন পুলিশ কর্মীরা এই অতিরিক্ত বেতনের দাবীদার।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#West Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত