featured post লোকনীতি ও গণতন্ত্র সূচনা

“আগুন নিয়ে খেলা করলে তার ফল খুব ভয়ানক হতে পারে”

Focal Point:

  • West Bengal Chief Miinister Mamata Banerjee On NRC

বৃহস্পতিবার এনআরসি বিরোধী মিছিলে দলীয় কর্মী সমর্থকদের সাথে পা মেলালেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ৩টে নাগাদ সিঁথির মোড় থেকে শুরু করে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শেষ হয় মিছিল। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ দলীয় নেতৃত্ব ও কয়েক হাজার তৃনমূল কর্মী সমর্থক। মিছিল শেষে সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন (Mamata Banerjee On NRC) ,

“বাংলা-র এনআরসি-র বিরুদ্ধে লড়াই হবে, তারজন্য আগামী চার প্রজন্ম তৈরি আছে”। “আমি বেঁচে থাকতে রাজ্যে কোনভাবেই এনআরসি সফল হবে না, আমার মৃত্যুর পর তৃনমূল লড়াই চালিয়ে যাবে”। “বিজেপি কে বলবো একবার ইংরেজ আমলে বঙ্গভঙ্গ হয়েছে, কিন্তু আর নয়”। “আগুন নিয়ে খেলা করলে তার ফল খুব ভয়ানক হতে পারে”।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#West Bengal #TMC #Mamata Banerjee #NRC

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত