Mamata Banerjee On Nusrat jahan
featured post লোকনীতি ও গণতন্ত্র সূচনা

নুসরাত ইস্যুতে আবারও পাশে দেবশ্রী চৌধুরী, তার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে

Focal Point:

  • West Bengal Chef Minister Mamata Banerjee On Nusrat jahan

নুসরাত জাহান ইস্যুতে এবার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে আক্রমন করলেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী-র স্পস্ট মত,

“একজন মহিলার স্বামী হিন্দু হলে, সেই মহিলা বিয়ের পরে হিন্দু ধর্ম পালন করতেই পারেন, প্রত্যেক ভারতবাসীর স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার আছে, আমাদের দেশের সংস্কৃতি এমনই শিক্ষা দেয়”। “আমি এটা ভেবে অবাক হচ্ছি, ধর্মের স্বাধীনতা নিয়ে সব থেকে বেশী সরব হন তৃনমূল নেত্রী, অথচ এই ইস্যুতে তার দলের একজন সাংসদ এমন সমস্যার সম্মুখীন, অথচ এখনও মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রতিক্রিয়া দিলেন না”?

উল্লেখ্য অষ্টমীর লগ্নে এবার সুরুচি সঙ্ঘের মন্ডপে স্বামীর সাথে উমা-কে অঞ্জলি প্রদান করেন নুসরাত জাহান। এরপরই একাধিক মুসলিম ধর্মগুরুদের আক্রমনের মুখে পড়তে হয় বসিরহাটের তৃনমুল সাংসদ-কে।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#West Bengal #Nusrat Jahan

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত