featured post বঙ্গ সূচনা

বন্ধ হয়ে গেল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাংলাশ্রী

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘বাংলাশ্রী’ আজ থেকে বন্ধ হয়ে গেল। এত জন উপযোগী একটি প্রকল্প বন্ধ করা হল সরকার লাভের মুখ দেখতে পারছেনা।সাধারন সরকারি বাসের থেকে এর ভাড়া কিঞ্চিত বেশি। যার ফলে এই বাসে যাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে অনেকটাই কম।ফলে ক্ষতির মুখে পড়েছে এই প্রকল্প।যার জেরেই বন্ধ করে দেওয়া হল এই প্রকল্প।(West Bengal Bus service Banglashree)

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News