Rahul Sinha
featured post লোকনীতি ও গণতন্ত্র সূচনা

“জন্মসূত্রে হোক বা ধর্ম সূত্রে, হিন্দু মানেই ভারতীয়, ভয় কিসের”?

Focal Point:

  • West bengal Bjp Leader Rahul Sinha On NRC In West Bengal

এনআরসি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মঙ্গলবার বিজয়া দশমীর লগ্নে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে সরকার বাড়ির পুজোয় উপস্থিত হয়েছিলেন তিনি। উল্লেখ্য পুরনো রীতি না ভুলে প্রতি বছর দশমীর বিকেলে সরকার বাড়ির পুকুরে আয়োজিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। যা দেখতে হাজারো মানুষের উপস্থিতি, সকলের উল্লাস সেই স্থানকে আরও আনন্দমুখরিত করে তোলে। অতীতে দুর্গা পূজার শেষ লগ্নে এই প্রতিযোগিতার আয়োজন করা হতো বাংলাদেশের ফরিদপুর জেলার নদীর বুকে। পরবর্তীতে সরকার পরিবার এদেশের কুমড়ো বিজয়নগর এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তখন থেকে এখানেই সমস্ত রীতিনীতি মেনে সরকার বাড়িতে পূজিত হন উমা। এবারও যার অন্যথা হয়নি। আর এদিন এই বাড়ির ১৩৯তম বর্ষে পদার্পন করা দুর্গোৎসবে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা (Rahul Sinha)। তিনি বলেন,

“মহরমের মিছিল হবে, তার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল দুর্গা পুজোর বিসর্জন বন্ধ থাকবে, আজ যার প্রায়শ্চিত্ত করছে সরকার সাধারণ মানুষের টাকায়”। “আমি স্পষ্ট করে বলতে চাই পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ, সে আজকে বাংলাদেশ থেকে আসুক বা আগামী পাঁচ দশক পরে, সকলেই জন্ম সূত্রে ও ধর্ম সূত্রে ভারতের নাগরিকত্ব লাভ করবেন”। “পাশাপাশি যতো হিন্দু শরণার্থী রয়েছেন, তারা নাগরিকত্ব পাবেন সবার আগে, সাথে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে কি ব্যবস্থা নেওয়া যায়? সরকার এই প্রশ্নের উত্তর খুঁজতে চিন্তা ভাবনা শুরু করেছে।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Rahul Sinha #BJP #West Bengal #NRC

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত