Agun Paan
featured post দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

কল্যাণগড় জগদ্ধাত্রী পুজোয় এবার শব্দবাজির স্বাদ, শুধু কানেই নয়, বান্টি-র দোকানে স্বাদ উপভোগ করুন চটপটি পানের

পুজোর মরশুম মানেই আলোর রোশনাই, সেজে ওঠা চারিপাশ, সাথে আনন্দ ও আলোর উৎসবে শামিল হওয়া আপামর বাঙালির অন্যতম সঙ্গী বাজি। তা যাই হোক নিঃশব্দ বাজি বা শব্দবাজির আওয়াজ এই মরসুমে কানে আসা স্বাভাবিক। যদিও শব্দবাজি নিয়ে তৎপর বিভিন্ন মহল, প্রশাসনের থেকে রয়েছে নানান নির্দেশ। তবুও এতো কিছু কে দূরে রেখে এবার অশোকনগর কল্যাণগড় জগদ্ধাত্রী পুজোয় এক অন্য শব্দ বাজির স্বাদ। হ্যাঁ ঠিকই ধরেছেন, এই শব্দবাজি শুধু কানে নয় জিভে চেখে স্বাদ নেওয়ার এক অভিনব দৃশ্য আপনি দেখতে পাবেন কল্যাণগড় জগদ্ধাত্রী পুজো রকেট মোড় নবোদয় সংঘের পুজো মণ্ডপের সামনে। শুধুই দেখা বললে ভুল হবে, ইচ্ছা হলে আপনি নিজেও এই উপভোগ করতে পারেন। না না এখানে তেমন ভয়ের কোনো বিষয় নেই। এই শব্দবাজি যে বিষয়ে কথা হচ্ছে, তা আদতে একটি খাবার সামগ্রী।

 Agun Paan
বান্টি দার পানের দোকান

এর নাম চটপটি পান। রকেট মোড় জগদ্ধাত্রী পুজো মণ্ডপের সামনে গেলেই দেখতে পাবেন। তবে এই চটপটি পান ছাড়াও দোকানে কর্ণধার বান্টি তৈরি করে ফেলেছেন অভিনব পানের একটি মেনু। যে মেনু তে শুধু চটপটি পান নয় সাথে রয়েছে চকলেট পান, আগুন পান, বিরিয়ানি পান, জর্দা পান সহ আরো কিছু অভিনব বিষয়। তাই বলাই যেতে পারে আর অপেক্ষা না করে যদি চলে আসেন অশোকনগর কল্যাণগড় জগদ্ধাত্রী পুজোর প্রতিমা দর্শন তবে রকেট মোরে প্রতিমা দর্শন করতে এসে একবার আসতেই পারেন এই দোকানে। পুরনো দিন থেকে তো অধিকাংশ বাঙালির বাড়িতে পান খাওয়ার রেওয়াজ, তবে একবার বান্টির দোকানে এসে নিয়ে যান অভিনব কিছু পানের স্বাদ।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#West Bengal #Kolkata

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত