Gobordanga
featured post দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

আমবাগান থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোবরডাঙ্গা-য়

এক কিশোরের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা খাটুরা বেলতলা এলাকায়। জানা গেছে মৃতের নাম প্রীতম শীল, সে স্থানীয় এক রেস্টুরেন্টে কর্মরত ছিল। গোবরডাঙ্গার জামদানি তে একটি অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল সে, তবে আর বাড়ি ফেরেনি। শুরু হয় খোঁজাখুঁজি। এদিন বাড়ির অদূরে একটি আম বাগান থেকে উদ্ধার হয় প্রীতমের মৃতদেহ। তদন্ত শুরু করেছে পুলিশ। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে প্রীতম শীলকে।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#West Bengal #South Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত