featured post বঙ্গ সূচনা

পঞ্চায়েত মামলার শুনানি ঘিরে জল্পনা

আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি।গত পঞ্চায়েত নির্বাচনের সময় ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক তৃতীয়াংশ জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল ফলাফল ঘোষনা করে দেয়।বিরোধীরা সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে গত জুলাই মাসে মহামান্য বিচারপতি রায় দেন ৪ঠা আগস্ট এই মামলার রায় দেবেন,কিন্তু আজ বিচারপতি দীপক মিশ্র সহ ৩ জন বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অনুপস্থিত থাকার দরুন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল শুনানির তারিখ এই মর্মে রায় দেন।(panchayat case hearing delayd)

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News