Visva Bharati University
featured post দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

আজ রাত জাগবে বিশ্বভারতী, প্রতিবাদের অস্ত্র গান, কবিতা

Focal Point:

  • Students Of Visva Bharati University Show Their Protest Against Price Hike In Admission Fee

জিতু, শান্তিনিকেতন:-প্রতিবাদের ভাষায় অাজও উত্তাল কবিগুরু-র শান্তিনিকেতন। ভর্তি প্রক্রিয়ায় অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই এক কথায় অচল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গতকাল আন্দোলনকারীদের সাথে কতৃপক্ষের কথা বলার কথা থাকলেও হয় নি, কতৃপক্ষ জানিয়েছিল, “কতৃপক্ষের ঠিক করে দেওয়া কমিটির সাথে আলোচনা সম্ভব”। কিন্তু প্রতিবাদীদের পক্ষে তা কোনভাবেই মেনে নেওয়া সম্ভব হয়নি। নতুন করে গৃহীত হয় প্রতিবাদ কর্মসূচী। আজও সকাল থেকে উত্তাল রয়েছে বিশ্বভারতী। সূত্রের খবর, উপাচার্যের সাথে আজও আলোচনার উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন ছাত্র ছাত্রীরা। কিন্তু কখনওই পড়ুয়াদের সাথে আলোচনায় বসতে রাজি হননি উপাচার্য। বরং আন্দোলনকারীদের কথায়, “উপাচার্য তাদের জানিয়ে দেন আপনাদের কর্মসূচী আগামীদিনেও চলতে থাকুক, আমার কিছু করার নেই”। “রাজনৈতিক রং কাজে লাগিয়ে বিশ্বভারতী-তে এমন আন্দোলন সমর্থন যোগ্য নয়”। এরপর যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গন। শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সারা রাত অবস্থান বিক্ষোভে থাকছেন আন্দোলনকারী পড়ুয়ারা। গান, কবিতা-কে মাধ্যম করেই চলবে প্রতিবাদ।
পাশাপাশি রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী-র ইসি সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের পাশে থাকলে তাকেও বিশ্বভারতী কতৃপক্ষের কাছ থেকে যথেষ্ট অপমানিত হতে হয়েছ বলে অভিযোগ।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

# Visva Bharati University

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত