featured post দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

প্রকাশ্যে ধূমপান আর নয়, পুলিশের চোখে পরলেই গুনতে হবে মোটা টাকা জরিমানা

ধূমপানে হ্রাস টানার লক্ষ্যে পথে নামলো প্রশাসন। এদিন সোনামুখী থানার ওসি আব্দুল সামার আনসারির তৎপরতায় সোনামুখী শহর জুরে অভিযান চালায় একদল পুলিশ কর্মী। আর প্রথম দিনেই মিলেছে ব্যপক সফলতা। প্রকাশ্যে ধূমপানের অভিযোগে দশ জন ব্যক্তিকে জরিমানা ধার্য করা হয়েছে। প্রশাসনের এই উদ্যগকে স্বাগত জানিয়েছে সোনামুখী এলাকাবাসী। তবে প্রকাশ্যে ধূমপানরত ব্যক্তিরা পুলিশের এই তৎপরতায় যথেষ্টই বিপাকে। ধূমপানের কারনে যে জরিমানা দিতে হতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবেননি কেউ।(smoking in publicly banned)

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News