Viswa Bharati
featured post দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

অচলাবস্থা কাটার কোন ইঙ্গিত নেই, সকাল থেকেই উত্তপ্ত বিশ্বভারতী ক্যাম্পাস

Focal Point:

  • Protest In Viswa Bharati For Price Hike In Admission Fee

ভর্তি-র খরচ বৃদ্ধির প্রতিবাদে রবিবার সকাল থেকেই উত্তাল হলো বিশ্বভারতী। আজ সকালে আন্দোলনকারীদের সাথে আলোচনার কথা ছিল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের। সেই মতো পড়ুয়ারা আলোচনার উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন উপাচার্যের ঘরের সামনে। কিন্তু তখন থেকেই যেন হঠাৎ বদলাতে শুরু করে চিত্রটা। আন্দোলনকারীদের উদ্দেশ্যে জানানো হয়, “কতৃপক্ষের ঠিক করে দেওয়া কমিটির সাথেই শুধু বৈঠক করবে বিশ্বভারতী কতৃপক্ষ”। যা কোনভাবেই মেনে নেওয়া প্রতিবাদীদের পক্ষে সম্ভব হয়নি। নতুন করে প্রতিবাদে গর্জে ওঠে কবিগুরুর দেশ। উপাচার্যের ঘরের সামনেই শুরু হয় অবস্থান বিক্ষোভ। শেষ খবর পাওয়া পর্যন্ত, আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভ এখনও চলছে। ঘেরাও রয়েছেন রেজিস্টার। দাবী না মিটলে এই অবস্থান বিক্ষোভ চলবে বলেই জানানো হয়েছে প্রতিবাদীদের পক্ষ থেকে। পাশাপাশি তাদের দাবী,

“বিশ্বভারতী-তে চলা এই সমস্যা যতদিন না ঠিক হচ্ছে সেই সময় পর্যন্ত বন্ধ থাকুক ভর্তি প্রক্রিয়ার কাজ”।

অতএব অচলাবস্থা কাটিয়ে আবার কবে চেনা ছন্দে ফিরবে কবিগুরুর শান্তিনিকেতন? এখন সেই উত্তর খুঁজতেই ব্যস্ত শিক্ষামহল।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#State  #Viswa Bharati

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত