featured post দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

প্রাকৃতিক দূর্যোগের মধ্য কোন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সভা?

বৃষ্টির পূর্ভাবাস ছিল আগেই। সেই মতো আজ সকাল থেকেই অবিরাম বৃষ্টিতে গা ভাষিয়েছে ঝাড়গ্রাম। আর তারই মধ্যে আজ ঝাড়গ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একদিকে জেলার নদীগুলিতে জল বইছে বিপদসীমার উপর দিয়ে, অন্যদিকে প্রশাসনিক প্রধানের কর্মসূচী। যা নিয়ে যথেষ্টই চিন্তিত প্রশাসনিক কর্তারা। এমন প্রাকৃতিক দূর্যোগে কি ভাবে সফল হবে মুখ্যমন্ত্রীর সভা? এই প্রশ্নই যখন সকলের চিন্তার কারন, তখনই মুখ্যমন্ত্রীর উপস্থিস্থিতিতে পরিস্থিতি বদলে গেল অনেকটা। পূর্ব পরিকল্পিত ঘোষনা মতই ঝাড়গ্রাম স্টেডিয়ামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী।
সাথে দলের একাধিক নেতৃত্ব। রয়েছেন শুভেন্দু অধিকারী, চূড়ামনি মাহাত, সুকুমার হাঁসদা প্রমুখ ব্যক্তিত্ব।
সভায় মুখ্যমন্ত্রী উপস্থিত হতেই চেনা ছন্দে ফেরে স্টেডিয়াম প্রাঙ্গন। প্রাকৃতিক দূর্যোগকে মাথায় করেই অসংখ্য মানুষের সমাগম হয়েছে সভাস্থলে। গোটা জেলা থেকেই অসংখ্য তৃনমূল কর্মী সমর্থকের উপস্হিতিতে এক কথায় সফলতার রুপ পেতে চলেছে মুখ্যমন্ত্রীর সভা।(Jhargram stadium Mamata Banerjee metting) 

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News