featured post দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

প্রথম বিশ্ববিদ্যালয় পেতে চলেছে ঝাড়গ্রাম

আজ ঝাড়গ্রাম জেলার জন্য প্রথম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এই বিশ্ববিদ্যালয়ে কলা,সমাজ বিজ্ঞান,তথ্য বিজ্ঞান ও মিডিয়া,বিজ্ঞান ও প্রযুক্তি এবং বৃত্তিমূলক শিক্ষা বিভাগ রাখার প্রস্তাবনা দেওয়া হয়েছে।এই বিশ্ববিদ্যালয়টি তৈরী করার জন্য ঝাড়গ্রাম-লোধাশুলি রোডের পাশে ২৭.০২ একর জমি বরাদ্দ করা হয়েছে।(Jhargram First University)
আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News