Sodepur
featured post দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

সোদপুরে ঘুমন্ত অবস্থায় বাবা মা-কে পিটিয়ে মারার অভিযোগ, আটক ছেলে

Focal Point:

  • In Sodepur Son Killed His Parents On 24th September

বাবা-মা কে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে মারল ছেলে। উত্তর ২৪ পরগণার সোদপুরের (Sodepur) নাটাগড়ের বাসিন্দা সুনীল সাহা ও শেফালি সাহার একমাত্র ছেলে অমিত।
গত মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন দম্পতি। তারপরেই রাত দুটো নাগাদ ঘরে ঢুকে দরজার ডাসা দিয়ে মা বাবা-র উপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে অমিতের বিরুদ্ধে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, সুনীল বাবুর একটি চানাচুরের কারখানা ছিল। সেটি বন্ধ হয়ে যায়। তারপরেই অর্থনৈতিক ভাবে কিছুটা সমস্যায় পড়ে পরিবার। শেফালীদেবী সেলাই করে সংসার চালাতেন। এরমধ্যেই বছর দুয়েক আগে অমিতের ডিভোর্স হয়ে যায়। এই সবকিছু মিলিয়েই মানসিক অবসাদে ভুগছিল অভিযুক্ত। কিন্তু সে এরকম ঘটনা ঘটিয়ে ফেলবে তা হয়তো স্বপ্নেও কেউ আঁচ করতে পারেননি।
অমিত সাহা কে আটক করা হয়েছে। তদন্তে পুলিশ।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#National

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত