featured post দক্ষিণবঙ্গ বঙ্গ

বর্ধমানে বাস উল্টে দূর্ঘটনা, আহত অসংখ্য যাত্রী

ভোরের আলো ফুটেছে অনেক্ষন, তবুও যেন ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিলো কয়েকজনের। তেমনি ঘুমে কাতর কতিপয় ব্যক্তি গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে উঠেছিলেন বাসটিতে। আবার কেউ বাসে উঠে চোখ রেখেছিলেন খবরের কাগজে। এপর্যন্ত সবকিছুই চলছিলো ঠিকঠাক। বাঁধ সাধলো অকস্মাৎ এক বিকট শব্দ। বাসে থাকা যাত্রীরা অসংলগ্ন অবস্থায় ছড়িয়ে গেলো এদিক ওদিক। কেউ বাসের সিটের নিচে আটকে, আবার জানলা ভেঙে ছিটকে আসা কাচে ক্ষতবিক্ষত হয়েছে কারো শরীরের অংশ। এমনি এক মর্মান্তিক দূর্ঘটনার সাক্ষী থাকলো বর্ধমানের রায়না।
আপনার জন্যঃ রেড অ্যালার্ট জারি হল ভারত-বাংলাদেশ সীমান্তে
সূত্রের খবর, বর্ধমান থেকে মেচেদাগামী বাসটি দ্রুত গতিতে আজ সকাল ৮টা নাগাদ বর্ধমান-আরামবাগ রোডের মিরাপোতা বাজার অতিক্রম করছিলো। তবে হঠাৎই বর্ধমান-আরামবাগ রুটের একটি বাসের সাথে রেষারেষিতে নিয়ন্ত্রন হারায় বাসটি। আর সেই বাসটিকে ওভারটেক করার সময় অসংযত অবস্হায় রাস্তার ধারে একটি খুঁটিতে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায় দূর্ঘটনাগ্রস্থ বাসটি। প্রথম অবস্থা্য উদ্ধার কাজে হাত লাগায় স্হানীয় বাসিন্দারা। পরবর্তীতে খবর পেয়ে ঘত্নাস্থলে পৌঁছায় সেহারাবাজার ফাঁড়ির পুলিশ। দূর্ঘটনায় আহত ব্যক্তিরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।(Bardhaman bus accident)

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News