featured post লোকনীতি ও গণতন্ত্র

বিধায়কের ভাই-এর প্রাপ্ত ভোট ৪

শালবনি ৬নম্বর বিনপুর অঞ্চল সমবায় সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারলো না শাসকদল তৃনমূল কংগ্রেস
সূত্রের খবর মোট ৬টি আসনের মধ্যে ভোট হয় ৪টি আসনে। বাকি দুটি আসনে প্রার্থী সমস্যার কারনে ভোট বন্ধ থাকে। নির্বাচনের ফল প্রকাশ হতে দেখা যায় ৪টি আসনের মধ্য ৩টি আসনে জয়ী হয় বিজেপি। একটি আসনে জয় পেয়েছেন নির্দল প্রার্থী। সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও কোন আসনে জয়ের মুখ দেখতে পারেননি তৃণমূল প্রার্থীরা। স্থানীয় এক বিজেপি নেতার মতে, “এই জয় মানুষের জয়, তৃনমূলের দূর্নীতির প্রতিবাদে মানুষ রায় দিয়েছেন”। “জঙ্গলমহলের যেখানেই নির্বাচন হবে সেখানেই শাসক দল পরাজিত হবে বলে” মনে করছেন ওই বিজেপি নেতা। যদিও এ বিষয়ে স্থানীয় কোন তৃণমূল নেতার প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। উল্লেখ্য এই নির্বাচনে প্রার্থী ছিলেন স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতো। যদিও নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় খোকন বাবুর প্রাপ্ত ভোট ৪।(Shalbani TMC lost samabay samity election)

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News