featured post বঙ্গ

মন্ত্রী জানেন না, অথচ বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ হাজার অস্থায়ী কর্মীর মাসিক ভাতা

মন্ত্রী জানেন না, অথচ বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ হাজার অস্থায়ী কর্মীর মাসিক ভাতা। রাতারাতি ঘটে যাওয়া এই ঘটনা সম্পর্কে যখন মন্ত্রী জানলেন, তখন বেরিয়ে গিয়েছে সরকারি নির্দেশিকা। আর তাতেই বেজায় চটেছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি যে বিষয়টিতে ক্ষুদ্ধ তা ঘনিষ্ট মহলে জানিয়েছেন সুব্রত বাবু। এই খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা।(Monthly allowance west bengal unemployed worker increase)

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News