West Bengal Assembly Re Election
featured post লোকনীতি ও গণতন্ত্র সূচনা

এবার শুরু যৌথ কর্মসূচির আলোচনা, আর বাকিটা সময়ের অপেক্ষা

আনুষ্ঠানিক ভাবে জোটের কথা ঘোষণা করে রাজ্যে তিন বিধানসভা উপনির্বাচনে লড়াই-এর ময়দানে পা রেখেছে বাম-কংগ্রেস। যার মধ্যে খড়্গপুর সদর ও কালিয়াগঞ্জ আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। করিমপুরে প্রার্থী দেবে সিপিএম
সূত্রের খবর, শেষ লোকসভা নির্বাচনের মতো কোন পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয় সতর্ক দুই দলই। আগামী ২০২১ সালে বিধানসভা নির্বাচন ও তার আগে হওয়া সব ভোটেই জোটবদ্ধ হয়ে নির্বাচনের ময়দানের পা রাখার ইঙ্গিত দিয়েছে বাম-কংগ্রেস দুই শিবির। পাশাপাশি জানা গেছে দুই পক্ষের নেতৃত্ব উপস্থিত হবেন দুই দলের প্রার্থীদের প্রচারে। মিটিং, মিছিল সবকিছু হবে একসঙ্গে। যদিও এরমধ্যে খড়্গপুর সদর বিধানসভায় তৃনমূল কে সমর্থন করার কথা জানিয়ে কংগ্রেস হাইকম্যান্ড-কে চিঠি দিয়েছিলেন আব্দুল মান্নান। তবে বিধানভবন সূত্রে খবর, আব্দুল মান্নানের এই মত পুরোটাই ব্যক্তিগত। বামেদের সাথে জোট বেঁধে নির্বাচনের ময়দানে নামার কথা চূড়ান্ত করেছেন সোনিয়া গান্ধী নিজে। যৌথ কর্মসূচি ঠিক করতে শুরু হয়েছে আলোচনা। অতএব বলা যেতেই পারে এক সাথে বিমান বসু, সূর্য মিশ্র, সোমেন মিত্র, অধীর চৌধুরীদের রাস্তায় দেখা এখন শুধুই সময়ের অপেক্ষা।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#West Bengal #CPI(M) #Congress

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত