Jalpaiguri
featured post দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

একটা শাড়ির আবদার, বাবা বলেছিলেন ‘দেরী হলেও কিনে দেবেন’, উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ

Focal Point:

  • A 14 Years Girl Committed Suicide At Kalna In Bardhaman

পুজোর জন্য বাবা মায়ের কাছে শাড়ি চেয়েছিল ১৪ বছরের মেয়ে। টাকার অভাবে দুদিন পরে কিনে দেবে বলেছিলেন তারা। অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল কিশোরী।
সূত্রের খবর, বান্ধবীদের নতুন জামা কাপড় কিনতে দেখে বাবার কাছে এসে একটা শাড়ি কিনে দেওয়ার আবদার করেছিল কালনার (Kalna) কল্যাণপুর পঞ্চায়েতে সর্বমঙ্গলা গ্রামের ১৪ বছরের ফুলি। দিন মজুর বাবা জানিয়েছিল, “টাকার অভাবে দু-দিন পর শাড়িটি কিনে দেবেন। এই অভিমানেই গলায় ফাঁস দেয় কিশোরী বলে প্রাথমিক সূত্রে পুলিশের অনুমান। মৃতা কিশোরী কালনার ময়না সুন্দরী গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী। বাবা শ্যামল মালি মেয়ের এই ভয়াবহ মৃত্যু মেনে নিতে পারেননি। জানিয়েছেন,

“মঙ্গলবার মেয়ে একাই ছিল বাড়িতে। সন্ধে বেলা বাড়ি এসে দেখেন মেয়ের দেহ রয়েছে ঝুলন্ত অবস্থায়”। মা সুমিত্রা মালি বলছে, “বন্ধুদের সাথে মণ্ডপে যাওয়ার প্ল্যান করেছিল সে৷ কিন্তু সে আর হল কই”?

তদন্তে পুলিশ।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#State

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত