Bolpur Shantiniketan
featured post দক্ষিণবঙ্গ বঙ্গ সূচনা

৩০ জন পড়ুয়াকে নগ্ন করে রাখা হলো শ্রেনী কক্ষে, বোলপুরের ওই ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের দাবি…

ওদের নাকি অপরাধ ছিল বিদ্যালয়ের সঠিক পোশাক পড়ে স্কুলে আসেনি। আর সেই জন্য বিদ্যালয়ের ৩০ জন পড়ুয়াকে নগ্ন করে রাখা হলো শ্রেণিকক্ষে। শুধু তাই না, স্কুল শেষ হওয়ার পরবর্তীতে নগ্ন অবস্থাতেই পড়ুয়াদের বাড়ি পাঠানো হয়। ঘটনাস্থল বীরভুমের বোলপুর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন মহল। বোলপুরের ওই ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের দাবি, বিদ্যালয়ের কিছু নিয়ম কানুন আছে। যার মধ্যে সঠিক পোশাক পড়ে বিদ্যালয়ে আসা আবশ্যক। কিন্তু মঙ্গলবার বিদ্যালয়ের ৩০ জন মতো পড়ুয়া সঠিক পোশাক পড়ে বিদ্যালয় আসেনি।

কিন্তু এর জন্য এইরকম শাস্তি কেন? এর কোন যথাযথ উত্তর দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনা জানাজানি হতেই বিদ্যালয়ের সামনে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক, অভিভাবিকারা। অভিযোগ দায়ের হয় শান্তিনিকেতন থানায়। অবশেষে স্কুলের প্রিন্সিপাল ক্ষমা প্রার্থনা করে ভূল স্বীকার করলে কিছুটা হলেও স্বাভাবিক হয় পরিস্থিতি। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন শিক্ষা মহল। ক্ষুব্দ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “খুবই নিন্দনীয় ঘটনা, খোঁজখবর নিচ্ছি”। পাশাপাশি ঘটনায় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তৎপরতা লক্ষণীয়। ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে বীরভূমের জেলাশাসক কে চিঠি দিয়ে গোটা ঘটনা সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#West Bengal #South Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত