Sourav Ganguly
featured post ক্রিকেট ক্রীড়া সূচনা

“হরভজন ছাড়া কেউ আমার কথা শুনতো না”, কি বলছেন মহারাজ?

Focal Point:

  • Ex Indian Cricket Team Sourav Ganguly On Harbhajan Singh

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলতে নেমেছিল ভারত। টসে জিতে প্রথম ব্যাট করছিল উইলিয়ামসন-রা। তবে বৃষ্টির কারনে ৪৬.১ ওভারে বন্ধ হয়ে যায় ম্যাচ। আপামর ক্রীড়া প্রেমী দীর্ঘ অপেক্ষায় থাকলেও সেদিনের মতো আর খেলা হয়নি। আর সেই অপেক্ষার মাঝেই এক বিশেষ আড্ডায় উপস্থিত হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যেখানে মহারাজ বলেন,

“আমি অধিনায়ক থাকাকালীন দলে ভদ্রলোকের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়”। “স্লেজিং তো দূরের কথা, বিপক্ষের প্রতি কড়া মনোভাব দেখাতে চাইতেন না কেউ”। “লক্ষন-কে বললে জানাতো সে এখন ব্যাটিং-এ মন দিতে চায়, শচীন তো অন্য কাউকে এগিয়ে দিত তাকে এমন কিছু বলা হলে”। “আর দ্রাবিড় সরাসরি বলতো একাজ ঠিক নয়”। “একমাত্র হরভজন সিং যে সবসময় আমার কথা মেনে চলতো”। “অধিনায়ক থাকাকালীন আমার দলে ভাজ্জির মতো অগ্রাসী মনোভাব আর কোন ক্রিকেটারের মধ্যে দেখি নি”।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports #Cricket #Sourav Ganguly

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত