East Bengal New T shirt Designed by Supporters
featured post ক্রীড়া ফুটবল সূচনা

নতুন ইতিহাসের দোরগোড়ায় বাংলার ময়দান, অঙ্কের হিসেব মিলিয়ে দেবে আজকের খেলা

Focal Point:

  • Today’s CFL Match Is East Bengal vs Kolkata Customs

একদিকে ইতিহাস গড়ার লক্ষ্যে হার না মানার মানসিকতা নিয়ে সিএফএল-এর শেষ ম্যাচে বলে পা দিতে চাইছে জহর দাশের ছেলেরা। অন্যদিকে শতবর্ষে প্রথম লিগ জয়ের সম্ভাবনা ইস্টবেঙ্গল-এর সামনে। দুই দল এই মুহুর্তে সমান পরিস্থিতিতে। তবে সব কিছুর উর্দ্ধে গিয়ে গোল পার্থক্য বর্তমানে ময়দানে আলোচনার অন্যতম বিষয়। কারন এই পার্থক্যই ময়দানে গড়ে দিতে পারে নতুন ইতিহাস। ছয় দশকের অবসানে তিন প্রধানের বাইরে কোন ছোট দল চ্যাম্পিয়ন হতে পারে। যার জন্য আরও একটি ম্যাচে জয় দরকার তাদের। আবার আজ যদি হাফ ডজন গোলের ব্যবধানে জয় পায় লাল হলুদ শিবির, তবে নিঃসন্দেহে গ্যালারি সেজে উঠবে লাল হলুদ মশালে। কারন পিয়ারলেস আরও একটি ম্যাচে জয়ী হলেও, গোল পার্থক্য শতবর্ষের প্রথম লিগ নিশ্চিত করবে ইস্টবেঙ্গল। আজ এইসব কিছুকে মাথায় রেখেই বারাসতে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মাঠে নামবে পিয়ারলেস। জহর বাবু কোচ জানাচ্ছেন,

“সময় খুবই কম পাওয়া গেছে, মাথা ঠান্ডা রেখে ছেলেদের নিজের কাজ করে যেতে বলা হয়েছে”।

যদিও আজ হারলে এমনি ছিটকে যাবে পিয়ারলেস। সেক্ষেত্রে লিগ জয়ের ক্ষেত্রে ছয় গোলের ব্যবধান না থাকলেও, পয়েন্ট শীর্ষে থাকায় ট্রাফির ঠিকানা হবে লাল হলুদ ক্লাব। তবে শেষ ম্যাচে লাল কার্ড দেখায় আজ মাঠে থাকছেন না জর্জের অন্যতম ভরসা ইচে। তাদের কোচ রঞ্জন ভট্টাচার্য বলেন,

“আমরা সবকিছু ভুলে সেরাটা দেওয়ার চেষ্টা করবো, হারানোর আর কিছু নেই”। তবে শতবর্ষের পুন্যলগ্নে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কতটা? স্প্যানিশ কোচ আলেহান্দ্র-র সোজা উত্তর, “আমরা ম্যাচটা জিততে চাই, তারপর ভাগ্যের ব্যাপার”।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports #Football #East Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত