Alejandro Menéndez after 2nd match of I league
featured post ক্রীড়া ফুটবল সূচনা

আবারও লাল হলুদ জার্সি-তে মাঠে ফিরছেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন তারকা ফুটবলার?

Focal Point:

  • Raju Eknath Gaikwad Will Join Easl Bengal Again?

লাল হলুদ শিবির থেকে বিদায় নিয়েছেন বছর চারেক হলো। পরবর্তীতে আইলিগ হোক বা আইএসএল, একাধিক দলের জার্সিতে তাকে মাঠে দেখা গেছে। তবে এই মরশুমে হয়তো চিত্রটা হবে একটু অন্যরকম।
সূত্রের খবর, সব ঠিক থাকলে চার বছর আগে ইস্টবেঙ্গল থেকে প্রাক্তন হয়ে যাওয়া রাজু একনাথ গায়কোয়াড-কে আবারও দেখা যেতে পারে লাল হলুদ জার্সি গায়ে। অতীতে আর্মান্দো কোলাসো থেকে বিশ্বজিৎ ভট্টাচার্য সব কোচের লিস্টেই প্রথম একাদশে থেকেছেন মহারাষ্ট্রের এই তারকা ফুটবলার। পরবর্তীতে মোহনবাগান জার্সিতে-ও বহুবার ম্যাচের সেরা হয়েছেন রাজু। এরপর মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, জামশেদপুর হয়ে আরও একবার তিনি বাংলার ময়দানে। আর চার বছর আগে ছেড়ে যাওয়া এই ভরসাযোগ্য খেলোয়াড় ঘরে ফিরছে শুনে স্বাভাবিকভাবেই উন্মাদনার ছবি লাল হলুদ গ্যালারিতে। শোনা যাচ্ছে, স্টপার পজিশনে বিদেশী ফুটবলার বোরহা গোমেজ-এর সাথে আগামীদিনে নিয়মিত সাইডব্যাক হিসেবে দেখা যাবে রাজু-কে। ইতিমধ্যেই রাজু-র সাথে কথা শেষ হয়েছে লাল হলুদ কর্তাদের। এখন শুধু সই-এর অপেক্ষা।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports #Sports #East Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত