Current Situation In East Bengal
featured post ক্রীড়া ফুটবল সূচনা

বিচ্ছেদের কোন প্রশ্ন নেই, পুনরায় এক হলো কোয়েস ও ইস্টবেঙ্গল, চূড়ান্ত হয়ে গেল শতবর্ষের কর্মসূচী

Focal Point:

  • Quess On East Bengal And It’s Separation After I League

কোয়েস ও ইস্টবেঙ্গলের সম্পর্ক নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ময়দান। শোনা যাচ্ছিল দুই পক্ষের বৈঠকে নাকি একপ্রকার চূড়ান্ত হয়েছে বিচ্ছেদের সিদ্ধান্ত। তবে এই মুহূর্তে যা খবর, সেখানে বর্তমানে পুরোপুরি অন্যছবি ময়দানে। জানাগেছে, সদ্য শেষ হওয়া দুই পক্ষের বৈঠকে পুনরায় নতুন করে কাছাকাছি আসতে চলেছে দুই শিবির। শুধু তাই নয়, সামনেই ক্লাব পদার্পণ করবে শতবর্ষে। আর বৈঠকে শতবর্ষ উদযাপনে কী কী কর্মসূচী গ্রহন করা হবে, তা নিয়েও হয়েছে বিস্তারিত আলোচনা। আপাতত যা ঠিক হয়েছে, শতবর্ষের ঊষা লগ্নে একটু বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে শোভাবাজারের কৃপা লেন থেকে। যার সমাপ্তি ঘটবে বর্তমান ক্লাব প্রাঙ্গনে। যেখানে লাল হলুদের সকল প্রাক্তন অধিনায়কদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের প্রতীক একটি মশাল তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যা শতবর্ষের দিন থেকে আগামী দুই বছর নিরবিচ্ছিন্ন ভাবে প্রজ্জ্বলিত থাকবে। তবে সব শেষে বলার বিষয়, জল্পনার অবসান ঘটিয়ে কোয়েস ও ইস্টবেঙ্গল দুই পক্ষ আবারও কাছাকাছি আশায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে লাল হলুদের অগুনতি অনুরাগী থেকে আপামর দলীয় সমর্থক।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports #Sports #East Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত