Kibu Vicuña
featured post ক্রীড়া ফুটবল সূচনা

“ইস্টবেঙ্গল নিয়ে আলাদা কিছু ভাবিনা, আমরাই সেরা হচ্ছি” কিবু ভিকুনা

Focal Point:

  • Mohun Bagan Coach Kibu Vicuña On East Bengal

ইতিমধ্যেই শহরে পা রেখেছেন সবুজ মেরুন কোচ কিবু ভিকুনা (Kibu Vicuña)। তবে বাংলার ময়দানে এসে ছক সাঁজাতে সময় নিয়েছিলেন কিছুটা। আর আজ থেকে দলের ফুটবলারদের নিয়ে তিনি শুরু করলেন অফিসিয়াল অনুশীলন। প্রিয় দলের প্রথম দিনের অনুশীলন দেখতে আজ মাঠে এসেছিলেন ২০০ ২৫০ মোহনবাগান সমর্থক। কোচ ভিকুনা মাঠে ঢোকার মুখে তার উদ্দেশ্যে হয় পুস্প বৃষ্টি। যা দেখে আপ্লুত মোহনবাগানের নতুন স্প্যানিশ কোচ জানালেন,

“সমর্থকদের উন্মাদনা দলকে এগিয়ে যেতে সাহায্য করবে”। “মোহনবাগান মাঠ আমার পছন্দ হয়েছে, তাই ইস্টবেঙ্গল কোচ আলেহান্দ্রো-র মতো অন্য মাঠে নয় বরং নিজেদের মাঠেই আপাতত অনুশীলন করবে দল”। “নতুন মরশুম এখনও পুরোপুরি শুরু হয়নি, তাই তার আগে খাতায় কলমে দলের খেলোয়াড়দের ভূলত্রুটি শুধরে নিতে চাইছি”।

ইস্টবেঙ্গল প্রসঙ্গে ভিকুনা-র স্পষ্ট জবাব,

“আমি জানি যে পড়শী ক্লাব বেশ শক্তিশালী, কিন্তু তা নিয়ে আলাদা করে কোন ভাবনা নেই”। “মোহনবাগান একটা ভালো দল নিয়ে নতুন মরশুম শুরু করতে চলেছে”। “সঠিকভাবে অনুশীলন করতে পারলে আমরাই এবার সেরা হবো”।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports #Football #East Bengal #Mohun Bagan

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত