mohun Bagan Club Heads
featured post ক্রীড়া ফুটবল সূচনা

আইএসএল নিয়ে সংশয় বাগান কর্তারা

Focal Point:

  • mohun Bagan Club Heads On The Indian Super League

কোয়েস আসার পর ইস্টবেঙ্গল এর আইএসএল খেলা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। তবে কোনো স্পন্সর বা ইনভেস্টর না থাকায় মোহনবাগানের আইএসএল খেলা এখনো বিশবাঁও জলে। এক শহরে একদল এই নিয়মের বেড়াজালে আটকে এতদিন কলকাতার দুই প্রধানের আই এস এল এ খেলা সম্ভব হয়নি। তবে এবার আইএসএল কর্তৃপক্ষ কলকাতার দুই প্রধান কে আইএসএলে অন্তর্ভুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। তার প্রধান কারণ আই এস এল এর নিম্নমুখী জনপ্রিয়তা। আইএসএল কর্তৃপক্ষ চাইছে এটিকের সাথে মোহনবাগানকে জুড়ে দিতে, সে ক্ষেত্রে কলকাতা থেকে দুটি দলই আই এস এল খেলবে। আর এখানেই বেঁকে বসেছেন বাগান কর্তারা। তারা CESE বা সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সাথে স্পন্সর বা ইনভেস্টর হিসাবে চুক্তি করতে রাজি তবে কোন ভাবেই এটিকের কাছে এই শতাব্দীপ্রাচীন ক্লাবকে বিকিয়ে দিতে রাজি নন। তাই স্পন্সর সমস্যার না মেটা পর্যন্ত মোহনবাগান এর আইএসএল এ যোগদান নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports #Football

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত