East Bengal vs Manchester United
ক্রীড়া ফুটবল সূচনা

ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি ইস্টবেঙ্গল, জেনে নিন দিনক্ষন ও ম্যান ইউ কর্তাদের মতামত

লাল হলুদের শতবর্ষ উদযাপনে ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। আগামী বছর সল্টলেকে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। সব ঠিক থাকলে ২০২০ সালের ২৬শে জুলাই বা আগস্টের ২তারিখ কলকাতা-য় এই ঐতিহাসিক ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যে শহরে যুবভারতী ঘুরে দেখেছেন ম্যান ইউ কর্তারা। উপস্থিত ছিলেন এই বিদেশী ক্লাবের ফুটবল ডিরেক্টর অ্যালান ডসন। নতুন মরশুম শুরু করার দোরগোড়ায় ম্যান ইউ। আর তার অাগে ম্যান ইউ কর্তাদের এই এশিয়া সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রীড়া মহল। বুধবার ঢাকা থেকে বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছান এশিয়া সফরে থাকা ম্যাম ইউ-এর প্রতিনিধি দল।

বৃহস্পতিবার যুবভারতী পরিদর্শনে গেছিলেন তারা। সূত্রের খবর, সল্টলেক স্টেডিয়াম ঘুরে দেখে খুশি ম্যান ইউ কর্তারা। “নতুন মরশুমের প্রস্তুতি সারতে এশিয়া সফরে এসে যুবভারতী-তে একটি প্রদর্শনী ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে তাদের কোন সমস্যা নেই” বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল ডিরেক্টর অ্যালন ডসন। যদিও মাঠ নিয়ে কোন সমস্যার না থাকার কথা জানিয়ে দিলেও খেলা ছাড়াও আরও কয়েকটি দিক খতিয়ে দেখতে এখনও শহরে আছেন চার ম্যান ইউ কর্তা। সবকিছু দেখে শুনে একটি রিপোর্ট চূড়ান্ত করা হচ্ছে। দেশে ফিরে ক্লাবের চিফ কোচ সোলসজায়ার-কে সেই রিপোর্ট জমা দেওয়া হবে। হেড কোচ সম্মতি দিলেই আগামীবছর কলকাতায় ইস্টবেঙ্গল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports #Football #East Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *