Alejandro Menéndez after 2nd match of I league
ক্রীড়া ফুটবল সূচনা

খেলোয়াড় ধরে রাখার লড়াই লাল হলুদে

Focal Point:

  • East Bengal On Retain The Players Before Ending The I League

মরসুম শেষ হতে এখনও বেশ খানিকটা সময় বাকি তবে এর মধ্যেই খেলোয়াড় কেনাবেচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে। লাল হলুদ জার্সিতে এ বছর নজরকাড়া কয়েকজন দেশি খেলোয়াড়ের উপর নজর রয়েছে অন্যান্য আই এস এল ও আই লীগের অন্যান্য দলগুলির। এদের মধ্যে অন্যতম হলেন এই মরসুমের অন্যতম আবিষ্কার জবি জাস্টিন এছাড়াও ডানমাউয়া রালতেকে দলে ধরে রাখা লাল-হলুদের টিম ম্যানেজমেন্ট এর পক্ষে এক বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আর এই খবর কানে যেতেই লাল হলুদ টিম ম্যানেজমেন্ট যোগাযোগ রাখা শুরু করেছে খেলোয়াড়দের এজেন্ট দের সঙ্গে। জবি ও রালতেকে আগামী মরসুমে দলে ধরে রাখতে বদ্ধপরিকর কোয়েস ইস্ট বেঙ্গল।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports #Football #East Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত