Kassim Aidara
featured post ক্রীড়া ফুটবল সূচনা

প্রত্যাবর্তন এর নাম কাসিম আইদারা

Focal Point:

  • East Bengal New Player Kassim Aidara On Yesterday’s Match

গতবছর মিনার্ভার হয়ে আই লিগ জিতেছেন। কিন্তু এবছর ইস্টবেঙ্গলে আসার পর থেকে নিজের পুরনো ফর্ম এর ধারেকাছে ছিলেন না। তার সাথে ছিল খালিদ আউচোর সাথে ক্রমাগত তুলনা। আলেক্সান্দ্র আসার পর এমন একটা সময় এসেছিল যখন এই কাসিমকে ছেড়ে দেওয়ার কথা উঠেছিল। কোয়েস জমানায় অন্য সবকিছুর সাথে পরিবর্তন হয়েছে কাশিমের ও। প্রথম দিকে আলেকজান্ডার প্রথম একাদশে জায়গা হচ্ছিল না তার। ক্রমাগত গোল হজম করছিল দল।সেই সময়ে ডিফেন্সিভ ব্লকার হিসেবে নিজের জায়গা পাকা করতে সমর্থ হন এই বিদেশী। আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে যাদের খেলা সব থেকে বেশি নজর কাড়ছে তাদের মধ্যে একজন হলেন এই কাসিম আইদারা। স্কিলফুল ফুটবলার না হওয়া সত্ত্বেও শুধুমাত্র নিজের পরিশ্রম ও নিজের বুদ্ধির জোরে নিজের জায়গা পাকা করে ফেলেছেন এই বিদেশী। বিপক্ষের প্রত্যেকটা আক্রমণ প্রথম বাধা পাচ্ছে তার পায়ে, আবার দলের আক্রমণের শুরুটাও তার পা থেকেই হচ্ছে। মোটামুটি ভাবে বলা যায় ইস্টবেঙ্গল মাঝমাঠে কাশিম এখন ভরসার অপর নাম।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports #Football #East Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত