Alejandro Menéndez
featured post ক্রীড়া ফুটবল সূচনা

আলেহান্দ্রো-র পছন্দ মতো দলে এবার নতুন গোলরক্ষক, কে তিনি?

Focal Point:

  • East Bengal New Goal Keeper Name Has Been Announced

দল বদলের মরশুমের নয়া চমক দিল কোয়েস ইস্টবেঙ্গল। আজ বিকালে ঘোষণা হলো দলের নতুন গোলকিপারের নাম।
সূত্রের খবর, একজন ভালোমানের গোলরক্ষক যে দলে প্রয়োজন তা লাল হলুদ কর্তাদের আগেই জানিয়েছিলেন হেড কোচ আলেহান্দ্রো। এমন কি আইলিগ চলাকালীন এফসি গোয়া-র হয়ে খেলা লালথুয়ামাওইয়া-কে যথেষ্ট ভালো লেগেছিল লাল হলুদ কোচের। আর এমন খবর এতোদিন হাওয়ায় ভেসে বেরালেও এবার তা বাস্তবায়ন হওয়ার অপেক্ষা। জানা গেছে, কোচের পছন্দ মতো গোলকিপার লালথুয়ামাওইয়া-র সাথে ইতিমধ্যেই এক বছরের চুক্তি সম্পুর্ন করেছে ইস্টবেঙ্গল। ফলে এই বছর লাল হলুদ জার্সিতে মাঠে নামছেন ২০১৬ আইলিগ জয়ী বেঙ্গালুরু দলের এই অন্যতম সদস্য।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports #Football #East Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত