Current Situation In East Bengal
featured post ক্রীড়া ফুটবল সূচনা

কোয়েস-এর সাথে সম্পর্ক ছিন্নর ইঙ্গিত, জবি প্রসঙ্গে ফেডারেশনে ইস্টবেঙ্গল, জেনে নিন এই মুহূর্তে লাল হলুদ পরিস্থিতি

Focal Point:

  • Current Situation In East Bengal After The I League

ইতিমধ্যেই শেষ হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরি সভা। যেখানে সাধারণ সুপার কাপ ও আইএসএল এ দলের খেলতে না পারার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।
জানাগেছে, আইএসএল ও সুপার কাপে ক্লাবের ইচ্ছে থাকলেও কোয়েসের অনিচ্ছায় তা সম্ভব হয়নি। আর এই দুটি বিষয় বেজায় ক্ষিপ্ত ক্লাব কর্ত‍ারা। তা জানিয়ে ক্লাবের পক্ষ থেকে কোয়েস-কে সম্পুর্ন কথা জানিয়ে একটি চিঠি দেওয়া হবে, বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মূলত কি কি বিষয়ের উল্লেখ থাকবে চিঠিতে? ১. আইএসএল এ ইস্টবেঙ্গল অংশ নেবে, সেই কথা ভেবেই কোয়েস-কে লাল হলুদ শিবিরের সাথে যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল। অতএব এক্ষেত্রে যদি আইএসএল এ দল মাঠে না নামতে পারে তখন কোয়েসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করা হবে। ২. আগামী কলকাতা লিগের জন্য যে নতুন দল গঠন করা হবে, সেখানে ক্লাব কর্তাদের সাথে নিয়ে সব সিদ্ধান্ত গ্রহন করতে হবে। ৩. আগামীদিনে সুপার কাপের মতো কোন প্রতিযোগিতায় অংশগ্রহন না করার সিদ্ধান্ত কোয়েস একা নিতে পারবে না। সে জন্য ক্লাবের সাথে আলোচনা করতে হবে। দুপক্ষের আলোচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অন্যদিকে জবি জাস্টিনের বিরুদ্ধে এবার ফেডারেশনের দারস্হ ইস্টবেঙ্গল। “চুক্তি অনুযায়ী আরও এক বছর ক্লাবের সাথে যুক্ত হওয়ার কথা থাকলেও জবি তা অস্বীকার করছে, যা নিয়ম বহির্ভূত” বলেই দাবী লাল হলুদ কর্তাদের। সূত্রের খবর, অভিযোগ শুনে আগামী শনিবার জবি জাস্টিন ও ইস্টবেঙ্গল কর্তাদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এবিষয়ে তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানাচ্ছেন ফেডারেশন কর্তারা।

অংশ গ্রহণ করুন আমাদের জনমত সমীক্ষায়

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports #Football #East Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত