Borja Gómez
featured post ক্রীড়া ফুটবল সূচনা

প্রথম থেকে থাকবেন না বোরহা সহ দুই বিদেশী, কি জানাচ্ছে লাল হলুদ শিবির ?

Focal Point:

  • Borja Gómez Player Of east Bengal Will Not Be Available From The First Match

জল্পনার অবসান ঘটিয়ে গতকাল থেকেই নয়া মরশুমের অনুশীলন শুরু করলো ইস্টবেঙ্গল। হেড স্যার গার্সিয়া না থাকলেও জোসেফ ফেরে, কার্লোস নোদার, বাস্তব রায়, অভ্র মন্ডল-দের উপস্থিতিতে এদিন মাঠে নামের ফুটবলাররা। বিদেশীদের মধ্যে ছিলেন একমাত্র কোলার্ডো। পাশাপাশি প্রথম দিনের অনুশীলনে লাল হলুদ সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। “সমর্থকদের এমন উৎসাহ দেখে ফুটবলারদের মনোবল যথেষ্ট বৃদ্ধি পাবে, যা আগামীর জন্য খুব ভালো বিষয়” এমনই মনে করেন দলের সহকারী কোচ জোসেফ। তবে অনুশোচনা-র বিষয় কলকাতা লিগের প্রথম ম্যাচে মাঠে নামার জন্য শনিবারের মধ্যেই আইএফএ তে সই করতে হতো বোরহা (Borja Gómez) ও কাশিম-কে। কিন্তু এখনও নিজেদের দেশ থেকে তারা না ফেরায় তা সম্ভব হয়নি। ফলে কলকাতা লিগের প্রথম ম্যাচে যে তারা দলে থাকছেন না, তা এক কথায় পরিস্কার। লাল হলুদ সূত্রে খবর, খুব শীঘ্রই দলে নতুন এক বিদেশী স্ট্রাইকার যোগ দেবেন। যার নাম ঘোষণা এখন সময়ের অপেক্ষা। পাশাপাশি প্রথম ম্যাচ থেকেই মাঠে নামছেন নয়া বিদেশী মার্তি ক্রেপসি। অতএব বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শতবর্ষে পদার্পণের পথে এগিয়ে চলা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Sports  #Football #East Bengal

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত