MS Dhoni's last Match
featured post ক্রিকেট ক্রীড়া সূচনা

আজই কি ধোনির শেষ ম্যাচ দেশের মাটিতে?

Focal Point:

  • Is Today Is MS Dhoni’s last Match In India For India?

আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় একদিনের ম্যাচ হতে চলেছে রাঁচির জেএসসিএ ক্রিকেট স্টেডিয়ামে। উদ্ভোধন হতে চলেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে নামাঙ্কিত একটি প্যাভিলিয়ন। কিন্তূ এইসব আনন্দের মাঝেও কোথাও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আজ ই হয়তো দেশের হয়ে নীল জার্সি গায়ে মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ নয়তো দেশের মাটিতে? কিছু কিছু পরিস্থিতি অন্তত এমনটাই ইশারা করছে যেমন-
ধোনির নিজের ইচ্ছে-
বিসিসিআই এর সূত্র মারফৎ জানা যাচ্ছে ধোনি নাকি নিজেই ইচ্ছে প্রকাশ করেছে যেন তার হয়ে দেশের মাটিতে শেষ ম্যাচ নিজের ঘরের মাঠেই খেলতে পারে।
বুধবারে ধোনির প্রতি কোহলি-
গত বুধবার রাতে ধোনির বাড়িতে এক নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিল বিরাট কোহলি সহ ভারতীয় দলের অন্যন্য সদস্যরা। আর সেখানেই কোহলি নৈশভোজ শেষে লিখেছেন “ধন্যবাদ তোমায় ধোনি, সব সময় একটা দলগত সঙ্গ উপহার দেওয়ার জন্য”।
রিসভ পান্থ যখন শিষ্য-
সব থেকে আলোচিত বিষয় রিসভ পন্থের টুইট, রিসভ পান্থ টুইট করে বলেন, “আমাদের ফিটনেস টার যখন 12টা বেজে যাচ্ছে”।
সব শেষে বৃহস্পতিবার
অনুশীলনের সময় বার বার ছক্কা মারার প্ৰচেষ্টা যেন অনেকটাই ইশারার দিকে নিয়ে গেল। হয়েও জীবনের নিজের দেশের শেষ ম্যাচ টার প্রতি মুহূর্ত কে চিরস্মরণীয় করতেই এমন অনুশীলন। 2011 সালের 2রা এপ্রিল ভারতবাসী তথা সমগ্র বিশেবাসীকে মোহিত করেছিল তার ছক্কা মেরে ওয়ার্ল্ড কাপ জেতানো ম্যাচ। যার প্রশংসা করতে গিয়ে স্বয়ং সুনীল গাভাস্কার বলেছিলেন,

“যদি আমি হটাৎ মরে যায় তাহলে মরার আগেও হলেও একবার ধোনির ওই 2011 সালের ওয়ার্ল্ড কাপ মারা ছক্কা টা দেখে যেতে চাই”।

সামনে রয়েছে আইপিএল যা বাণিজ্যিক ভাবে সমগ্র বিশ্বের থেকে ক্রিকেটীয় লীগ কে হার মানলেও তা আন্তর্জাতিক মানের নয়। তাই এই সব পরিস্থিতির উত্তর খুঁজতে গেলেই এই প্রশ্নটা থেকেই যাচ্ছে আজই ধোনির শেষ ম্যাচ নয়তো দেশের মাটিতে নীল জার্সি গায়ে? উত্তরের অপেক্ষায় থাকুন।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#Cricket #Sports

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত