featured post ক্রিকেট ক্রীড়া সূচনা

ভাল আছেন ঋদ্ধিমান সাহা

ভাল আছেন ঋদ্ধিমান সাহা। তাঁর ডান কাঁধের অস্ত্রোপচার সফলভাবেই শেষ হয়েছে। ম্যাঞ্চেস্টার রাইটিংটন হাসপাতালে তার ডান কাঁধে অস্ত্রোপচার করলেন বিশিষ্ট শল্যচিকিৎসক লেনার্ড ফাঙ্ক। ইংল্যান্ডের সময় অনুসারে পাপালিকে এদিন সন্ধেবেলা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আপাতত কয়েকদিন তাঁকে ম্যাঞ্চেস্টারেই থাকতে হবে।কারণ সফলভাবে অস্ত্রোপচারের পর শুরু হয়েছে তাঁর ফিজিওথেরাপি। তিন ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর অস্ত্রোপচার চলে। তবে অস্ত্রোপচারের কয়েক ঘন্টা পরেই জ্ঞান ফিরে পান ‘সুপারম্যান’।আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আবার মাঠে ফিরে আসবেন পাপালি।(Current heakth situation Wriddhiman Saha)

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News