featured post অন্যান্য ক্রীড়া সূচনা

লক্ষ্য অলিম্পিককে স্বার্থক করা, ঘড়ির সময় এগিয়ে যাবে দুই ঘন্টা

বদল আসতে চলেছে ঘরির কাটায়। সময় এগোবে দুই ঘন্টা। ২০২০ অলিম্পিক প্রতিযোগিতাকে সফল ভাবে বাস্তবায়নের স্বার্থে এমনি সিদ্ধান্তে উপনীত হয়েছে অলিম্পিক আয়োজক কমিটি। এখনও পর্যন্ত গ্রীস্মের দাপটে সেদেশে মৃত্যু হয়েছে ১২০ জনের। বিষয়টি যে অলিম্পিক আয়োজকদের দূশ্চিন্তার কারন তা বলাই বাহুল্য। জানান হয়েছে, “এমন অস্বাভাবিক গরমের হাত থেকে অ্যথলিটদের রক্ষা করা একটা বড় দায়িত্ব। এবিষয়ে বহুবার আলোচনায় বসা হয়েছে”। “যদিও স্হানীয় মানুষের জীবনে প্রভাব বিস্তার করতে পারে এমন কথা ভেবে সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্তে এখনও শিলমোহর দেয়নি জাপান সরকার”। “আপাতত “ডে লাইট সেভিং টাইম” ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। যেখানে কড়া রোদ ওঠার আগেই সমস্ত ইভেন্ট শেষ করে ফেলা হবে”। “আগামী বছর জুন থেকে আগষ্টের মধ্যই অলিম্পিকের আসর বসবে জাপানে। সেই কথা ভেবে এবছরই এই “ডে লাইট সেভিং টাইম” এর ট্রায়াল হবে” বলেও অলিম্পিক আয়োজক কমিটির থেকে জানান হয়েছে।(2020 Japan Summer olympic new rule)

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News