Lohardanga Village
Featured শহর ও শহরতলি সূচনা

বেআইনিভাবে গাছ কাটার শিকার হলো শিশু

গাছ কাটার দড়ি পায়ে জড়িয়ে মৃত্যু ঘটলো বছর ৯এর শিশু রেহান এর।এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নিউটউন(Newtown) এর হাতিয়ারার মাঝেরপাড়া এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শনিবার সকালে ওই এলাকায় বহুতল তৈরির কারণে বেশ কিছু বড়ো আকৃতি গাছ কাটার কাজ চলছিল, এরই মধ্যে একটি বড়ো গাছ সম্পূর্ণ না কেটে সরাসরি ফেলে দেওয়া হয় ফলে গাছের সাথে বাধা দড়িতে পা জড়িয়ে সজোরে আছাড় খায় দেয়ালে এর পরেই মাথা ও বুকে গুরুতোরো চোট লাগাই তৎক্ষণাৎ রেহানকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানন্তরিত করা হয় এসএসকমএ বহু চিকিৎসার পর ও রবিবার সকালে মৃত্যু ঘটে শিশুটির।

ঘটার জেরে ক্ষোভে ফেটে পড়েছে সমগ্র এলাকা বাসি তাদের দাবি প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়াই বেআইনি ভাবে চলছিল গাছ কাটার এই পড়বো তাদেরএ গাফিলতি র কারণে প্রাণ দিতে হয় শিশুটিকে।

খবরের সাথে থাকতে এখনই আমাদের ফেসবুক পেজ Nabadin.com  লাইক করে সাথে থাকুন। সাথে ট্যুইটারে Nabadin24News আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর এখন থেকে সব খবরের বিস্তারিত তথ্য থাকবে ইউটিউব ভিডিওতে। তাই আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News  সাবস্ক্রাইব করে সবসময় থাকুন খবরের সঙ্গে৷ আর আমরা আছি আপনার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *