Alejandro Menéndez after 2nd match of I league
Featured ক্রীড়া ফুটবল সূচনা

নতুন লোগো তে ছয়টি স্টার, সাথে পরচিত লাল-হলুদ রঙ ও মশাল

এসসি ইস্টবেঙ্গল নামে আইএসএল-এ মাঠে নামছে ইস্টবেঙ্গল। আরও একটি অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুক্ষন আগেই ইস্টবেঙ্গলের সরকারি ইউটিউব চ্যানেলে প্রকাশ করে দেওয়া হয়েছে দলের নতুন লোগো (New Logo of East Bengal)। আইএসএল-এর ওয়েবসাইটেও এই লোগো প্রকাশ করা হয়েছে। সেখানে লাল হলুদের সব ফুটবলার ও কোচিং স্টাফদের নামও সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। নতুন লোগো তে লাল হলুদ রঙ ও মশাল একই রয়েছে, শুধু উপরে লেখা আছে বিনিয়োগকারী সংস্থার নাম এসসি অর্থাৎ শ্রীসিমেন্ট। নিচে লেখা আছে ইস্টবেঙ্গল। সাথে লোগো তে যুক্ত রয়েছে ছটি স্টার। আইএসএল-এ লাল হলুদের স্লোগান ‘ছিলাম-আছি-থাকবো’, ‘এল বাঙাল ব্রিগেড’।

প্রকাশিত নতুন লোগো

খবরের সাথে থাকতে এখনই আমাদের ফেসবুক পেজ Nabadin.com  লাইক করে সাথে থাকুন। সাথে ট্যুইটারে Nabadin24News আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর এখন থেকে সব খবরের বিস্তারিত তথ্য থাকবে ইউটিউব ভিডিওতে। তাই আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News  সাবস্ক্রাইব করে সবসময় থাকুন খবরের সঙ্গে৷ আর আমরা আছি আপনার জন্য।

সাম্প্রতিক শিরোনাম:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *