Abhijit Banerjee And Esther Duflo
featured post রাষ্ট্র সূচনা

শুধুই নোবেল জয়? একদমই নয়, তিনি সস্ত্রীক নোবেল জয়ী প্রথম বাঙালি, জেনে নিন এক নতুন তথ্য

Focal Point:

  • The Nobel Prize Winners Couple Abhijit Banerjee And Esther Duflo

অমর্ত্য সেন-এর পরবর্তী সময় আবারও অর্থনীতিতে বাঙালির নোবেল জয় (Abhijit Banerjee And Esther Duflo)। নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মোট তিন জন ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হলেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্য দুটি নাম এসথার ডাফলো ও মিশেল ক্রমার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে পিএইচডি করছেন অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আমেরিকা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে অধ্যাপনা করেন তিনি। কলকাতা সাউথ পয়েন্টে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি-তে পড়াশুনা। পরবর্তীতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাত্রা। বাবা দীপক বন্দোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, মা নির্মলা দেবী সেন্টার অফ স্টাডিজ ইন স্যোশাল সাইন্সের অধ্যাপিকা। উল্লেখ্য বিষয় একই সাথে নোবেল জয়ী আরেক অর্থনীতিবিদ এসথার ডাফলো বাল্যকাল থেকেই প্যারিসের বাসিন্দা। অভিজিৎ বাবুর সাথে একই প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন তিনি। সম্পর্কে দুজনে স্বামী স্ত্রী। অতএব বলা যেতেই পারে সস্ত্রীক নোবেল পুরস্কার লাভ করে স্বর্ণাক্ষরে এক নতুন ইতিহাস রচনা করলেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অন্যজন ৫৫ বছরের মিশেল ক্রমা-ও পিএইচডি করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। নয় মিলিয়ন সুইডিশ অর্থের এই পুরস্কার সমান ভাগে নিজেদের মধ্যে ভাগ করে নেবেন তিন গবেষক।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#National

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত