featured post রাষ্ট্র

স্মার্টফোনে আধারের নামে অটোমেটিক সেভ হচ্ছে নম্বর, তোলপাড় দেশজুড়ে কিভাবে হল এই ঘটনা জেনে নিন

স্মার্টফোনে সেভ না করা সত্ত্বেও অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে আধারের টোলফ্রি নম্বর। দেশজুড়ে এটিএম জালিয়াতির পর আতঙ্কিত সাধারন মানুষ। ১৮০০৩০০১৯৪৭ এই নম্বরটিই সেভ হয়ে যাচ্ছে, প্রত্যেকের মোবাইলে। ইউআইডিএআই নামে সেভ হয়ে যাচ্ছে স্মার্টফোনে। এই ইউআইডিএআই হল আধার কার্ড তৈরির নিয়ামক সংস্থা। কিন্তু ইউআইডিএআই এর ওয়েবসাইট এ গেলে দেখা যাবে তাদের টোলফ্রি নম্বর হল ১৯৪৭। অর্থাৎ সেভ হয়ে যাওয়া নম্বরটি ইউআইডিএআই এর নম্বর নয়। ফলে চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের কাছে। তারা আশঙ্কা করছে সাইবার হানার।
অপরদিকে ইউআইডিএআই এর পক্ষথেকে জানানো হয়েছে তারা কোনো মোবাইল নেটওয়ার্ক সংস্থাকে এই নম্বর সেভ করার নির্দেশ দেননি। ফলে উঠছে প্রশ্ন কারা সেভ করে দিল এই নম্বর? যা আমি আপনি সবার মোবাইলেই আছে! (Smartphone Automate save adhar number)
অবশেষে এই ঘটনার জন্য ক্ষমা চাইল গুগল। টুইট করে তারা জানিয়েছে ২০১৪ সালে ইউআইডিএআই এর ওই নম্বরটি গুগল তাদের অ্যান্ড্রয়েড ভার্সন গুলোতে সেভ করেছিল। আর বদলানো হয়নি। তবে পরবর্তী ভার্সনে এই সমস্যা আর হবে না। গ্রাহকরা চাইলে ডিলেট ও করতে পারেন।

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News