4o lakh Govt job
featured post রাষ্ট্র সূচনা

“সহজে ব্যবসা করুন, নতুন ব্যবসার সূচনা ঘাটাতে ভারতের থেকে ভালো জায়গা এখন আর কোথাও নেই”

“বহু ইতিবাচক পরিবর্তন ঘটে গেছে ভারতবর্ষে, যার ছবি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই”। “সেই সঙ্গে এটা বলার বিষয় বর্তমান সময়ে ভারতে বিনিয়োগের সেরা মুহূর্ত”।

শিল্পপতিদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রবিবার ব্যাংককে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে তিনি বলেন,

“খুব তাড়াতাড়ি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পৌঁছে যাবে ভারত, শুধু তাই নয় ব্যবসা করার সহজ জায়গা হিসেবে ক্রমশ বিশ্বব্যাংকের ক্রমতালিকায় উপরে উঠে আসছে ভারতের নাম”। “ব্যবসার পাশাপাশি বসবাস, বিদেশী বিনিয়োগ, বনাঞ্চল পরিমান, মোট উৎপাদনের হ্মমতা ক্রমশ ঊর্ধ্বমুখী, অন্যদিকে হ্রাস পাচ্ছে দুর্নীতি, দুর্নীতি-র সাথে যারা জড়িত এখন তারা লুকানোর পথ খুঁজতে ব্যস্ত”। “তাই আত্মবিশ্বাসের সাথে এটা বলার বিষয় ভারতে বিনিয়োগ করুন ও ব্যবসা করুন, বর্তমানে নতুন কোন ভাবনার সূচনা ঘটাতে গেলে এর থেকে ভালো জায়গা আর কোথাও নেই”।

সাথে দেশের পর্যটন শিল্প নিয়ে এদিন আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন,

“ভারতে বহু ভ্রমণের স্থান রয়েছে, সেখানকার মানুষজনের আতিথেয়তা আপনাকে নতুন স্বাদ দেবে, ওখানে গেলে লক্ষ করবেন মানুষজন যেন দুহাত বাড়িয়ে আপনার জন্যই অপেক্ষা করছে”।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#National #Narendra Modi

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত