Focal Point:
- Now Birds Of Our Country Will Be Monetize By The Central Govt.
সাংসদ-দের নিয়ে আগের আলোচনায় কৈলাস বিজয়বর্গীয়-র ছেলে আকাশ-এর প্রসঙ্গ তুলে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। পরবর্তী আলোচনায় চিত্রটা কিছু বদলে গেল। এবার সাংসদ-দের উদ্দেশ্যে মোদী-র বক্তব্য “শুধু মানুষজন নয়, পাশাপাশি এবার থেকে পশু পাখিদের (Birds Of Our Country) উপর অতিরিক্ত নজর দেবেন সাংসদ-রা”। “প্রতি বছর এই সময় দেশে পশু পাখিদের অবস্থা খারাপ হয়, এবার যেন সেই পরিমান হ্রাস করা সম্ভব হয় সেই ভাবনা নিয়ে কাজ করতে হবে”। পরে গেরুয়া দলের একজন সাংসদ বলেন, “পশু, পাখিরা অসুস্থ হলে তার প্রভাব পরে কৃষি ব্যবস্থায়”। “কৃষিজীবী মানুষজনকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়”। “প্রধানমন্ত্রী বলেছেন, “পশু, পাখিরা ভোটার না হলেও তারা দেশ-কে সুন্দর করে গড়ে তুলতে আমাদের সহায়তা করে, তাই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা তাদের নিয়ে কাজ করবো”। এছাড়াও যক্ষ্মা, কুষ্ঠ-র মতো রোগ যেন দেশ থেকে চিরতরে বিদায় নেয় সেই লক্ষ্যে ২০২৫সাল পর্যন্ত ‘মিশন রোড’ কর্মসূচীতে সাংসদ-রা অংশ নেবেন। তবে উল্লেখ্য বিষয়, “মোদী-র এই নির্দেশের পিছনে সংঘের হাত থাকা অস্বাভাবিক নয়, কারন গত কয়েকদিনে অযোধ্যা-তে ৫০টি গরু-র মৃত্যু যে গেরুয়া শিবিরের বিষন্নতার কারন তা বলাই বাহুল্য। তাই বিষয়টি নিয়ে যেন আর জলঘোলা না হয় সেদিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।
লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News
সাম্প্রতিক শিরোনাম:
- এবার থেকে সংবাদমাধ্যমে সঞ্চালকের ভূমিকায় রোবট, দুশ্চিন্তার কারন একটাই
- পছন্দ হলেও সেদিন ওই গিটার কেনেন নি আয়ুব বাচ্চু, রইলো এক অজানা গল্প
- বদলে যাবে নাগরিকত্বের আইন
- অমিত লাবণ্যের কেমিস্ট্রি এবার চলচ্চিত্রে, মুক্তি পাবে “শেষের কবিতা”
- “নবদিন” এর মুখোমুখি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অনুসরণঃ
#National
পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত।