Moulana Amar
রাষ্ট্র সূচনা

হামলার সময় এক্টিভ ছিল প্রায় ৩০০ টি মোবাইল

Focal Point:

  • Near About 300 Mobile Phones Were Active During The Air Strike by IAF

গত ২৬শে ফেব্রুয়ারি ভারতীয় বায়ু সেনার এয়ার স্ট্রাইক এর পরেই উঠে এসেছে এক এর পর এক চাঞ্চল্যকর তথ্য। সঠিক ভাবে এখন মৃতের সংখ্যা না জানা গেলেও আনুমানিক 300 জন জঙ্গি নিধনের খবর পাওয়া গেছে সূত্র মারফৎ। সংবাদ সংস্থ্য এএনআই এর একটি টুইটে এবার উঠে আসল আর এক চাঞ্চল্যকর তথ্য, পাকিস্তানের বালাকোট সহ চকোতি ও মুজফফরাবাদে চলে ভারতীয় বায়ু সেনা হামলা চালায়। সেই হামলায় নষ্ট হয় সেখানকার জঙ্গিঘাটি। আর চকোতি ও মুজফফরাবাদে হামলা চললেও বার বার সংবাদের শিরোনামে উঠে এসেছে বালাকোটের নাম। তবে এবার ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গ্যানিজেশন বা এনটিআরও এর প্রযুক্তি কে কাজে লাগিয়ে জানা গেছে সেই সময় ওই জঙ্গিঘাটি তে এক্টিভ ছিল প্রায় 300 টি মোবাইল ফোন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে কাজ করা এই এনটিয়ারও আগে থেকেই ওই বালাকোট সহ আশেপাশে অঞ্চলে নজর রাখছিল। এবার বলা যেতে পারে যদি এনটিআরও তথ্য মেনে নেওয়া যায় তাহলে ঐ সময় কতজন জঙ্গি নিধন হতে পারে। যদিও অন্যদিকে ইতালির সাংবাদিক জানাচ্ছেন, পাকিস্তানি বায়ুনসেনা তাদের বিমান ব্যবহার করে জঙ্গিদের দেখ সরিয়ে ফেলা হয়েছে প্রমান লোপাটের জন্য।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#National

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত