featured post রাষ্ট্র সূচনা

প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ্ এম করুণানিধি

প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী, ডিএমকে প্রধান এম করুনানিধি। একটানা পাঁচ দশক ছিলেন দলের শেষ কথা। ১৯৬৯ থেকে ২০১১ ৪২ বছরের মধ্য পাঁচ বার নির্বাচনে জিতে হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এমন এক প্রবীন রাজনীতিবিদ ও সমাজ সেবক এর মৃত্যুতে স্বাভাবিকভাবে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে। গত ২৮শে জুলাই থেকেই রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন কাবেরী হাসপাতালে। মাঝে কিছুটা উন্নতি হলেও গত মঙ্গলবার থেকে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু হয়। ধীরে ধীরে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিতে থাকে। কিছুক্ষণ আগেই কাবেরী হাসপাতাল থেকে এমকে করুণানিধির মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। খবর প্রকাশ পেতেই শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও খবর জেনে দুঃখ প্রকাশ করেছেন। পরিবারের পাশে থেকে সমবেদনা জানাতে কিছুক্ষণের মধ্যই তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(M Karunanidhi passed away)

আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News