featured post রাষ্ট্র সূচনা

রাষ্ট্রপতির অনুষ্ঠানে হামলার হুমকি,গ্রেফতার এক

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুষ্ঠানে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন এক পুরোহিত। রবিবার তিরুবনন্তপোরমে পৌঁছানোর পরে ত্রিশূর জেলার সেন্ট টমাস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির।সেখানেই বোমা আছে বলে আতঙ্ক গড়াই ত্রিশূরের ভগবতী মন্দিরের পুরোহিত জয়রামন।তাঁকে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন।এই ঘটনার পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।(Indian President Program Threat) 
আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে Nabadin.com
আমাদের সাথে থাকতে লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
খবরের সাথে থাকতে ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News