Current Situation In Muzaffarpur
featured post লোকনীতি ও গণতন্ত্র সূচনা

বোরখা পরা মহিলাদের দিয়ে চলছে দেদার ছাপ্পা, জানুন এই মুহূর্তের পরিস্থিতি

Focal Point:

  • Current Situation In Muzaffarpur During The Election Time

বিস্তর ছাপ্পা ভোটের অভিযোগ তুলে সরব মুজফ্ফরপুর-এর বিজেপি প্রার্থী সঞ্জীব বালিয়ান। উল্লেখ্য আজ থেকেই শুরু হয়েছে দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। যেখানে উত্তরপ্রদেশের মোট আটটি আসনে চলছে ভোটগ্রহন পর্ব। আজ ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বালিয়ান। তিনি বলেন,

“বোরখা পরে বহু মহিলা ভোট দিতে আসছে, তাদের ঠিক মতো পরীক্ষা করা হচ্ছে না, এভাবেই চলছে দেদার ছাপ্পা”। “এরপরও কমিশন কোন হস্তক্ষেপ না করলে পুনঃনির্বাচনের দাবী জানাবো”।

বলার বিষয় ২০১৩সালে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংঘর্ষের সাক্ষী থেকেছিল মুজফ্ফপুর। ঘরছাড়া হয়েছিল প্রায় ৫০০০০ পরিবার। ২০১৪সালে এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী সঞ্জীব বালিয়ান। এবার সেখানে মোট ভোটারের সংখ্যা ১৬লক্ষ্য। যার মধ্যে মুসলিম ভোটার ৫লক্ষ্য। রাজনৈতিক মহলের মতে এই পাঁচ লক্ষ্য ভোটার বালিয়ানের সব থেকে বেশী চিন্তার কারন। তবে এবছর নির্বাচনে কি বদলে যাবে হাওয়াটা, নাকি গেরুয়া শিবিরের উপরই ভরসা রাখবে মুজফ্ফপুর? তা জানতেই অপেক্ষা ২৩শে মে।

লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com 

ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News

সাম্প্রতিক শিরোনাম:

অনুসরণঃ

#National #Loksabha Election 2019

পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত