Focal Point:
- Atanu Chakraborty Is The New Economic Affairs Secretary
কেন্দ্রীয় সচিব পদে রদবদল। দেশের নতুন অর্থ সচিব হচ্ছেন অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ১৯৮৫ব্যাচের গুজরাট ক্যাডারের আইএএস অফিসার তিনি। পাশাপাশি বিজনেস ফিন্যান্সে স্নাতকোত্তর ডিপ্লোমা ও এমবিএ সম্পুর্ন করেছেন ব্রিটেন থেকে। ২০১৪ নভেম্বর থেকে ২০১৬ এপ্রিল পর্যন্ত গুজরাট স্টেট পেট্রোনেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন অতনু চক্রবর্তী। সাথে বিগত দুদশক ধরে রাজস্ব, জলসম্পদ, শিক্ষা সহ কেন্দ্রীয় সরকারের একাধিক দফতরে তিনি কাজ করেছেন। তবে এবার তিনি অর্থমন্ত্রকের সচিব পদে দায়িত্ব নিয়ে বিদেশী মুদ্রায় ঋন নেওয়ার সিদ্ধান্তে হওয়া সমালোচনা, পূর্বসুরী সুভাষ গর্গের দেওয়া রিজার্ভ ব্যঙ্কের ক্যাপিটাল ফেম ওয়ার্ক নিয়ে বিমল জানাল কমিটির যে ভিন্নমত সবকিছুই খতিয়ে দেখবেন। উল্লেখ্য অতনু চক্রবর্তী কে অর্থ মন্ত্রকের সচিব পদে দায়িত্বে এনে সেই জায়গায় থাকা সুভাষ গর্গ-কে করা হয়েছে বিদ্যুত সচিব। যা পদমর্যাদার দিক থেকে তুলনা করলে অনেক তলায়। আর কেন্দ্রের এমন সিদ্ধান্তের কথা জানার পরেই স্বেচ্ছা অবসর চেয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।
লাইক করুণ আমাদের ফেসবুক পেজ Nabadin.com
ফলো করুণ আমাদের টুইটারে Nabadin24News
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Nabadin News
সাম্প্রতিক শিরোনাম:
- এবার থেকে সংবাদমাধ্যমে সঞ্চালকের ভূমিকায় রোবট, দুশ্চিন্তার কারন একটাই
- পছন্দ হলেও সেদিন ওই গিটার কেনেন নি আয়ুব বাচ্চু, রইলো এক অজানা গল্প
- বদলে যাবে নাগরিকত্বের আইন
- অমিত লাবণ্যের কেমিস্ট্রি এবার চলচ্চিত্রে, মুক্তি পাবে “শেষের কবিতা”
- “নবদিন” এর মুখোমুখি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অনুসরণঃ
#National #West Bengal
পাঠকের প্রতিক্রিয়া একান্ত কাম্য । নিচে কমেন্ট বক্সে জানান আপনার মতামত।